লেবেল

রবিবার, ২ অক্টোবর, ২০২২

শারদ অর্ঘ্য ।। মা আসছে —৩৮।।কাদের পূজা দুর্গাপূজা - ঋদেনদিক মিত্রো।। Ankurisha।। E.Magazine ।। Bengali poem in literature।।





শারদ অর্ঘ্য 

মা আসছে —৩৮




 কাদের পূজা দুর্গাপূজা   

  ঋদেনদিক মিত্রো 


কাদের পূজা দুর্গাপূজা, 

যাদের আছে টাকা, 

কিনতে পারে নতুন পোষাক, 

কারোর বা চার চাকা। 


কিন্তু যারা দিশাহারা -- 

নানা বিপন্নতায়,  

তাদের কাছে পূজা পাবন -- 

কী বা আসে যায়!  


কেউ বা তারা ভিক্ষা করে -- 

কেউ বা করে চুরি, 

ভাত তো অনেক দূরের কথা -- 

জোটেনা কারো মুড়ি। 


তারা যে-সব পোষাক পরে -- 

ধনীর ফেলে দেওয়া,  

বাবুদিগের মন জোগিয়ে --- 

কিছু চেয়ে নেওয়া। 


স্বপ্ন দেখার ইচ্ছে হলেও -- 

তারা অসহায়,

এই পৃথিবীর সব উৎসব --- 

তাদের ফেলে যায়।  


কেউ শিক্ষিত, সৎ ও ধনী, --  

কী যায় আসে তার, 

জটিল, কূটিল তার ওপরে  

করছে অত্যাচার। 


তাহলে ভাই উৎসবেতে -- 

কিসে পাগলপারা,  

কোটি-কোটি মানুষ যদি --

দুঃখে দিশাহারা!   


সেই উৎসব কবে হবে --- 

সবাই সমান সুখি, 

সমান হাসি হেসে সবাই 

সবার মুখোমুখি। 


সেই দিনটা ভাবি এসো -- 

তবে কেমন হয়, 

সেদিন হবে মানব জাতীর --  

সত্যিকারের জয়। 


সব প্রানী আর প্রকৃতিতে -- 

আসবে শান্তি, আর --  

মানুষের হাতে শেষ হবে না 

তাদের অধিকার।   


নানা রকম শক্তি আছেন --- 

মহাসৃষ্টির সাথে, 

তাঁদের নানা রকম রূপে  

মানুষ ধরে রাখে।  


তাঁদের নিয়ে অনেক কিছু 

আছে সত্যাসত্য, 

নাস্তিকতার যুক্তি কি আর 

পাবে সে-সব অর্থ!  


সবই মানি --- সব রকমের 

শক্তির সব রূপ, 

কিন্তু মানুষ প্রেম হারালে -- 

হারায় সকল সুখ।  


বিশ্ব থেকে ভালোবাসা 

হারায় যদি,  তবে --  

সব উৎসব নিঃস্ব হোলো  -- 

বিবেকে অনুভবে। 





 




 

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন