লেবেল

শনিবার, ১ অক্টোবর, ২০২২

শারদ অর্ঘ্য ।। মা আসছে-৩৭।।আবাহন— মলয় সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শারদ অর্ঘ্য

মা আসছে-৩৭




আবাহন

মলয় সরকার



অরুণ আলোয় শরত আকাশে,

মেঘের ভেলায় হিমেল বাতাসে,

শেফালী কুসুমে আপনা প্রকাশে-

চিন্ময়ী মা।


নন্দিত প্রাণে, সুমধুর ঘ্রাণে,

যে যেথায় আছে কাছে টেনে আনে,

দুহাত বাড়ায়ে মুক্ত পরাণে-

চিন্ময়ী মা।


বহুদিন ধরে প্রত্যাশা করে,

পার্বতী উমা আসে নিজ ঘরে,

পুত্রকন্যা সব সাথে করে-

চিন্ময়ী মা।


হর রোগ শোক, হর পাপ লোভ,

তোমার পরশে দূর হোক ক্ষোভ,

অসুর শূন্য এই ধরা হোক-

চিন্ময়ী মা।


ভিক্ষাপাত্র যাক দূরে যাক,

তোমার আশিসে প্রাণে বল থাক,

অশুভ শক্তি পুড়ে হোক খাক-

চিন্ময়ী মা।


সকল ব্যথিত হোক না সহাস,

ছিঁড়ে যাক এই কালো নাগপাশ,

মাঠে ঘাটে ফের দুলুক না কাশ,

চিন্ময়ী মা।


ঢাকীর বাদ্যে উঠুক না বোল,

শিশুরা মাতুক হোক কলরোল,

প্রাণে প্রাণে যেন ওঠে হিল্লোল-

চিন্ময়ী মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন