লেবেল

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে —৩৫।।শারদপ্রাতে— প্রিয়া কুণ্ডু নন্দী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




শারদ অর্ঘ্য 

মা আসছে —৩৫




শারদপ্রাতে

প্রিয়া কুণ্ডু নন্দী


দুর্গা আমার কাশের বনে,
আজ অপরাজেয়র পথে।
বাঁকা গলি দিয়ে একছুটে বেরিয়েছে,
ধুলো পায়ে আগামীর-
রামধনুর সাত রং খুঁজতে।
সাদা তুলোর মেঘের দল,
তাদেরও পায়ে পায়ে ছুটছে।
সব প্রশ্রয় ঘিরে আশ্রয়,
এই শরতের কোলে খুঁজে পেয়েছে-
আনন্দের শতাধিক রূপ।
আজ ছুটির গন্ধে বিরাজমান,
কল্পনায় মোড়া আলোকবার্তায় -
আজ নিজেকে খুঁজে পেয়েছে ।
ক্যানভাসে আঁকা নীল ললাট ছবিতে,
পদ্মকোরকে ফুটেছে ত্রিনয়নী।
ঢাক, কাঁসারের মিলিত মন্ত্রে,
আজ একত্রিত বাঙালি ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন