শারদ অর্ঘ্য
মা আসছে —৩৫
শারদপ্রাতে
প্রিয়া কুণ্ডু নন্দী
দুর্গা আমার কাশের বনে,
আজ অপরাজেয়র পথে।
বাঁকা গলি দিয়ে একছুটে বেরিয়েছে,
ধুলো পায়ে আগামীর-
রামধনুর সাত রং খুঁজতে।
সাদা তুলোর মেঘের দল,
তাদেরও পায়ে পায়ে ছুটছে।
সব প্রশ্রয় ঘিরে আশ্রয়,
এই শরতের কোলে খুঁজে পেয়েছে-
আনন্দের শতাধিক রূপ।
আজ ছুটির গন্ধে বিরাজমান,
কল্পনায় মোড়া আলোকবার্তায় -
আজ নিজেকে খুঁজে পেয়েছে ।
ক্যানভাসে আঁকা নীল ললাট ছবিতে,
পদ্মকোরকে ফুটেছে ত্রিনয়নী।
ঢাক, কাঁসারের মিলিত মন্ত্রে,
আজ একত্রিত বাঙালি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন