শারদ অর্ঘ্য
মা আসছে —৩৪
হেমন্তের কোলাজ
প্রেমাংশু শ্রাবণ
ছেঁড়া মেঘ মিশে গেলে
একফালি গাঢ় কোলাহলে
মনে পড়ে স্কুলমাঠ,চিলেকোঠা, ঠিক ও বেঠিক
তখন আবেগগুলো ঢেউ ভেঙে অচেনা আঁচলে বৃষ্টি লেখে,একান্তে জলজ হয়
শরীর মাফিক
এভাবে আঁচল ছুঁলে
মনে মনে অশান্ত খেলায়
কব্জির নিঝুম খোঁজে নাভিমূল,
নিপুন দুপুর
অভ্যাস গভীরে সেই তুলে আনা
তুমুল বেলায়
মনন জ্বরের ঘোরে
খোঁজে শুধু হেমন্ত নুপুর
হেসন্ত কোলাজ থেকে উঠে এলে
আদর নিবিড়
কব্জির নিঝুম খোঁজে
আবেগে অক্ষর শিবির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন