লেবেল

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে... ২৫।।মা আসছে - জয়ন্ত চট্টোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শারদ অর্ঘ্য 

মা আসছে—২৫



মা আসছে 

জয়ন্ত চট্টোপাধ্যায় 


কোথায় যে তার চরণ দুটি পড়ে
মাঠের আলে,নদীর বুকে, ফুলে
মেঘ কুয়াশা গাছের পাতায়,
আলোর পাখায় কাশেরা তুলতুলে।

শিউলিতলায় ফুলের বিছনখানি
গন্ধ মধুর ভরেছে সবখানে
পথ পেতেছে বুকটি তোমার আশায়
শালুক ডোবাও মুক্তোবিলাস জানে।

বাতাস রাখে আলতো ছোঁয়া খানি
খুশির পালক গোপন রাখা নেই
মা আসবেন তৈরি সবাই আছে,
প্রকৃতি তার রূপে বোঝাবেই।

কোথায় ছিল অবহেলার কাশ
হঠাৎ দেখি সেই যে মাঠের রানি
আমরা বুঝি ভুলেই বসেছিলুম
ওরা সাজায় অপূর্ব ফুলদানি।

ঢাক ও ঢোলের চর্চা দিকে দিকে
শাঁখের ধ্বনি বড্ডো বুকে বাজে
কে গেয়ে যায় দূরের আগমনি
মা আসে ওই পুলকসবুজ সাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন