লেবেল

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

স্বাধীনতার ৭৫।। মুক্ত গদ্য —১১।।স্বাধীনতা — তন্দ্রা ভট্টাচার্য্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


স্বাধীনতার ৭৫

মুক্ত গদ্য —১১



স্বাধীনতা

তন্দ্রা ভট্টাচার্য্য 


স্বাধীন দেশের বয়স হলো পঁচাত্তর বছর। 

অনেক  রক্তক্ষয় সংগ্রামের পর আজ আমরা স্বাধীন  দেশের নাগরিক।  পরাধীন ভারতে শুধু  ইংরেজ শাসন  নয়। একের পর এক বৈদেশিক আক্রমণ  ভারতের সম্পদ লুট  করেছে। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে  তুর্কী ও পাশতুনরা  ভারত আক্রমণ করে। ভারতবর্ষ শস্য  শ‍্যামলা এমনই এক দেশ। বসবাসের উপযুক্ত   অনুকুল জলবায়ু  এবং  খনিজ সম্পদ ও প্রাকৃতিক  প্রাচুর্যে ভরপুর  এই দেশ। বারে বারে এই দেশ কে অধিগ্রহণ  করতে চেয়েছে বৈদেশিক শক্তি। ভারতের এই স্বাধীনতা  সংগ্রামের ইতিহাস  সব থেকে গুরুত্বপূর্ণ  এক অধ‍্যায়।  1947 সালে 15  ই আগস্ট রক্তক্ষয়ী সংগ্রামের পর আমাদের  দেশ সার্বভৌম গণতান্ত্রিক  স্বাধীন  রাষ্ট্রের মর্যদা পেল।
নেতাজীর আজাদহিন্দ ফৌজ, গান্ধীজীর অহিংস  আন্দোলন, শত শত স্বাাধীনতা সংগ্রামী  উৎসর্গীকৃত প্রাণের বলিদান,  তাঁদের একমাত্র লক্ষ‍্য ছিল পরাধীন ভারত থেকে দেশ কে শৃঙ্খলা মুক্ত করা। কিন্তু  আজ এত বছর পর আমাদের  দেশ শিক্ষা  ,  সাহিত‍্য, সংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলা সব কিছুতেই বিশ্বের  দরবারে নিজের সম্মানীয় স্থান করে নিয়েছে। আন্তর্জাতিক  বাণিজ্যে  শিল্পায়নে গতি এনেছে। বিজ্ঞান ও প্রযুক্তি দারুণ  উন্নতি হয়েছে। অনেক  কলেজ ও আইআইটির মতো প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনি শক্তির উৎকর্ষতা আন্তর্জাতিক  দৃষ্টি আকর্ষণ করছে।
কিন্তু  তবু এখনো আমাদের  ভূস্বর্গ কাশ্মীর অধিগ্রহণ করতে চায় প্রতিবেশী রাষ্ট্র।। প্রায়শই  গুলি বোমা বর্ষণ লেগেই থাকে। প্রতিবেশী  রাষ্ট্র গুলোর সঙ্গে সুসম্পর্ক  বজায় রেখে চলতে হবে।আমদানি ও রফতানির  মাধ‍্যামে উৎকৃষ্ট দ্রব‍্য বিনিময়  হয় সে দিকে নজর রাখতে। বৈধ মাধ‍্যমে আর্থিক বছরে কত বৈদেশিক মুদ্রার  উপার্জন হল তার সঠিক  পরিসংখ্যান  যেন থাকে সেদিকে  সরকার  কে সচেতন হতে হবে। 
 তবে একটা কথা আমার  মনে হয় আমরা যেন স্বাধীনতার অপব‍্যবহার করছি খুব স্বাধীন  ভাবে। প্রত‍্যেক দেশবাসীর দেশের প্রতি দায়বদ্ধ থাকা উচিৎ। অর্থনৈতিক  আয় এর যদি একটি  গ্রাফ অর্থাৎ  লেখচিত্র আঁকা যায় তখন  তখন চরম বৈষম্য  প্রকট ভাবে ধরা পড়বে। এটা সমীচীন নয়। এজন স্বাধীন  দেশের নাগরিক এর আয়ের সমানুপাতিক  হারের খুব  বেশি পার্থক্য  যেন না থাকে।  যতদিন অর্থনৈতিক  অসম বন্টন  থাকবে ততদিন দেশে দারিদ্র্যতা  দূরীকরণ হবেনা।যেহেতু  আমাদের সংবিধান   গণতান্ত্রিক এবং  ধর্মনিরপেক্ষ তাই সবসময়  আমরা যেন মানবতার কথা ভাবি। আমাদের  ইতিহাস মানবতার ইতিহাস। 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন