লেবেল

বুধবার, ১০ আগস্ট, ২০২২

স্বাধীনতার ৭৫।। মুক্ত গদ্য -১০।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




স্বাধীনতার ৭৫

মুক্ত গদ্য -১০



স্বাধীনতার স্বাদ

সমাজ বসু

১৯৪৭ থেকে ২০২২ অর্থাৎ পঁচাত্তরের আয়ু। প্রতি বছরের মত পঁচাত্তরতম  স্বাধীনতা দিবসেও হাওয়ায় ভেসে বেড়াবে ত্রিবর্ণ জাতীয় পতাকা। কত আশা,কত স্বপ্ন বোনা হয়েছিল এই স্বাধীনতা নিয়ে। শৃঙ্খল ছিঁড়ে যাওয়ার পর স্বাধীনভাবে পথ চলার স্বাদ। মন খুলে কিছু বলার স্বাদের নামই তো স্বাধীনতা। অথচ দশক যত এগিয়েছে, পতাকার প্রতীকস্বত্তা হারিয়েছে দেশ। দেশের মানুষ।  
আজকাল ত্যাগ ও সেবার ছায়া থেকে সরে এসেছে মানুষ। নিজের স্বার্থরক্ষায় সদা সতর্ক।
চারিদিকে অশান্তির স্রোত বয়ে চলেছে প্রতি মুহূর্তে। পবিত্রতার নামগন্ধও নেই মানুষের চরিত্রে। যাবতীয় মিথ্যের কাছে হার মেনে বসে আছে।সবুজ কৃষির আন্দোলনকে রদ করার চেষ্টায় দাবার ঘুঁটি সাজিয়ে দেশের প্রগতিকে অন্য অভিমুখে এগিয়ে দিতে সচেষ্ট এই দেশ।
এত অস্বস্তির মধ্যেও প্রজাতন্ত্র দিবসের সকাল মুখর হয়ে উঠবে, সঙ্গীতের মূর্ছনায়--- ও আমার দেশের মাটি...এ্যায় মেরে বতন কে লোগোঁ...মা তুঝে সলাম... সবটাই আড়্ম্বর । দেশপ্রেম কিংবা দেশভক্তির বিন্দুমাত্র আগ্রহ নেই। 
আর ওই অভাবগ্রস্ত জীর্ণশীর্ণ ছেলেমেয়েগুলো, ওরা স্বাধীনতার অর্থই জানে না। শুধু এইটুকু জানে, একটা উড়ন্ত তিন রংয়ের কাপড়ের নীচে দাঁড়িয়ে বলতে হয়, বন্দে মাতরম। ব্যাস, তারপর বহু সাধের একটা খাবারের প্যাকেট।
এই দিনটাই পনেরই আগস্ট। সাধারণতন্ত্র  দিবস। জয় হিন্দ। বন্দে মাতরম।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন