অণুগল্পের আড্ডা -২৮
মগজাস্ত্র
অশোক রায়
রোববার দুপুরে ফেলুদার গল্প পড়ছি, চোখদুটো প্রায় লেগে এসেছে, এমন সময় দরজায় টোকা। ধুতি ছাতা হাতে একজন অতি পরিচিত। এই নাও - মঙ্গলে দঙ্গল - আমার নতুন বই আজ বেরোলো। কিন্ত ফেলুবাবু কোথায় গেলেন? আমি পড়েছি বিষম বিপদে। নাম নিতেই তোপসে কে নিয়ে ফেলুদার আগমন।
ফেলুদা আমার আদর্শ । সেই ফেলুদা এসেছে আমার বাড়ি! পকেট থেকে একটা বাক্স বার করে বলল, 'দেখুন তো জটায়ু এটাই মঙ্গলের চাবি কিনা।' লালমোহন বাবুর চোখ দুটো ছানাবড়া। 'আরে এটাই তো আমাদের মঙ্গলের টিকিট। কোথায় পেলেন?
'হুঁ হুঁ, সবই মগজাস্ত্রের খেল।
একটা প্রশ্ন করা যাবে কি?' জটায়ুর নিবেদন।
আপনার সব প্রশ্নের উত্তর দিতে এখুনি এসে পড়বেন ইন্সপেক্টর দাস। এই যে ভাই আর কথা নয়। বাইরে বৃষ্টি। জম্পেশ চা খাওয়াও তো। লালমোহন বাবু, আপনার মঙ্গলগ্রহে যাওয়া কেউ আটকাতে পারবে না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন