লেবেল

শুক্রবার, ২২ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -২৭।। বাচ্চা মেয়ে -রাজীব ঘাঁটী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।








অণুগল্পের আড্ডা -২৭


বাচ্চা মেয়ে
রাজীব ঘাঁটী


অনামিকা বাড়িতে অনু। বারবার বিরক্ত হয় "বাচ্চা মেয়ে" কথাটি শুনতে ,তবুও সবাই ওকে বাচ্চা মেয়েই বলবে। কেন বাপু এবছর তো মেয়েটা উচ্চমাধ্যমিক দেবে‌ ,তা আমাদের সময় বিয়ে হয়ে বাচ্চার মা হতো এ বয়সে আর এখন সব দিনকাল, ও নাকি বাচ্চা ! ঠাম্মি এভাবেই বলে । ঠাম্মির খুব প্রিয় অনু । ক্যারাটে জানে । পড়াশোনায় বেশ ভালো। আর নাচ তো ওর প্যাশন  গাদা গাদা পুরস্কার পেয়েছে এর মধ্যে। বয়সের মানে ওকে আরো ছোট মনে হয় । খুব মিষ্টি দেখতে মেয়েটা ।
বাবার কাছে জানতে চায় , আচ্ছা বাবা কত বছর বয়স হলে আর বাচ্চা বলা যায় না ?
বাবা বললেন আঠারো বছর।
স্কুলে ওদের ক্লাসের মেয়েদের সবাই ভয় করে , ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন অনু আছে বলেই ।অনুকে দেখলেই কেমন বাচ্চা, বাচ্চা মনে হয় ।খুব ভালো বন্ধুত্ব করতে পারে ,আর বাড়ির সবার খুব আদরের। একদিন একটা নাচের অনুষ্ঠান থেকে ফিরছে অনু ওর মায়ের সাথে , প্রচণ্ড বৃষ্টি তাই একটু দেরি হয়েছে। রাত তখন দশটা হবে‌ । অনুষ্ঠান স্থল থেকে বাড়ি এক কিলোমাটার এর একটু বেশি। ভেবেছিল টোটো বা অটো তে ফিরবে ,তার না পেয়ে পায়ে হেঁটেই ফিরছে । একটু আগেই বৃষ্টি থেমেছে শুনশান রাস্তা । হঠাৎ বাইক নিয়ে বছর ২৫-২৬ এর দুটি ছেলে পথ আটকে দাঁড়ায়,মা ভয় পেলেও অনু হাত মুষ্ঠি করে তৈরি হয় । ছেলে দুটি হাসতে হাসতে বলে আরে এ তো বাচ্চা মেয়ে!বাইক থেকে নেমে একজন অনুকে ধরতে গেলেই অনুর অ্যাকশনে কুপোকাৎ,আরেকজন নেমে এগিয়ে এলে শুরু হল ফাইট । দুজনেই কাতরাচ্ছে আর অনু জোরে জোরে শ্বাস নিয়ে‌ উদ্যত পরবর্তী ঘুষির জন্য। মা তো অবাক !ততক্ষণে টহলরত পুলিশ গাড়ি এসে দাঁড়িয়েছে।পুলিশ অফিসার অবাক হয়ে অনুর দিকে তাকিয়ে বলে আরে মা ,তুমি তো বাচ্চা মেয়ে !সঙ্গে সঙ্গে অনু বলে ওঠে না । আমার বয়স আঠারো পূর্ণ হল আজ‌। আগামীকাল আমার জন্মদিন।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন