অণুগল্পের আড্ডা -২৪
বিচারের বাণী
সামসুজ জামান
টানটান উত্তেজনার মধ্যে বিচারকের সামনে দাঁড়িয়ে সবিতা হঠাৎই বলে উঠলো-
‘ধর্মাবতার, আমি যা বলছি, গীতা সাক্ষী করেই বলছি’।
বাদী-বিবাদী দু-পক্ষের উকিল-বিচারক হতচকিত। সমরেশ নিজের স্ত্রীকে খুনের চেষ্টা করেছিল একথা সর্বজনবিদিত।
সবিতা ব্যাপারটা সম্পূর্ণ উল্টে দিয়ে বলল – ‘না, হুজুর, উনি স্ত্রীকে ভালবেসে বাঁচাতে, সম্পূর্ণ মিথ্যে বলছেন। আমিই উত্তেজিত হয়ে নিজের গায়ে আগুন দিয়েছি’।
এতক্ষণের সকলের ভাবনা চিন্তায় জল ঢেলে দিয়ে বিচারক সমরেশকে নির্দোষ হিসেবে ঘোষণা করলেন।
নির্দোষ সাব্যস্ত বোবা-সমরেশ নিজের গালে চড় মারতে মারতে কান্নায় ভেঙ্গে পড়ল – ‘বাস্তবে এমনও হয়? সবিতার কান্ডকারখানা তো দেখি সিনেমাকেও হার মানালো। আর এই মেয়েটাকে আমি কিনা.... ছি,ছি, ছিঃ’!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন