লেবেল

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -২৫ ।। রফিক — স্মৃতি শেখর মিত্র।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অণুগল্পের আড্ডা -২৫


রফিক

স্মৃতি শেখর মিত্র 


রফিক আর তার বাবা, মা থাকে সামনের বস্তিতে।আট বছরের রফিক কাজ করে একটি মোটরবাইক সারানোর দোকানে। রফিকের বাবা মুনব্বর ভোরে বেরিয়ে যায় লরির সঙ্গে।ওর মা গত রাত থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি গায়ে তার প্রচন্ড জ্বর। অন্যান্য দিন রফিকের জন্য  চা বানিয়ে দেয়। সাথে রাতের করা বাসি রুটি।আজ মায়ের শরীর খারাপ দেখে রফিক বড় রাস্তার পাউরুটির দোকান থেকে মায়ের ও নিজের জন্য দুটো বান আনতে যায়।বড় রাস্তায় পা দিতেই কোথা থেকে সাত আটটা কুকুর এসে তাকে অতর্কিতে আক্রমণ করে।শুনশান রাস্তায় কুকুরগুলি রফিককে ধরাশায়ী করে দেয় এবং যেখানে সেখানে কামড়াতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে রফিকের সারা শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং রফিকের শরীর দিয়ে রক্তের ধারা বইতে থাকায় কিছুক্ষণ পরেই তার শরীর নিথর হয়ে যায়।ওর মা তখন গভীর ঘুমে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন