লেবেল

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -২৬।। স্বার্থপর — অভিজিৎ মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অণুগল্পের আড্ডা -২৬


স্বার্থপর

অভিজিৎ মুখোপাধ্যায়

(প্রখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালক প্রয়াত তরুণ মজুমদার-এর স্মরণে) 

         বিয়ের হয়ে আসার পর থেকেই মেয়েটি মানিয়ে নিতে পারেনি ছেলেটির সাথে। প্রায়ই ঝগড়া-বিবাদের অন্তিমে বাপের বাড়ি চলে যেত মেয়েটি। ছেলেটি ফিরিয়ে আনতো তাঁকে। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে ছেলেটি বহুবার শুনে এসেছে – সে নাকি স্বার্থপর। তাঁর সাথে নাকি এক ছাদের নীচে থাকা অসম্ভব । ছেলেটি আর যায়নি বেলতলা । পরে মেয়েটি নিজেকে গুছিয়ে নিয়েছিল।

        একদিন হঠাৎ ব্যাঙ্ক থেকে মোবাইলে রিং– আপনি হেলেনা ম্যাডাম? আপনার নামে আপনার হাসব্যান্ড  পঞ্চাশ লক্ষ টাকার এফ.ডি.করিয়েছিলেন।ম্যাচিয়োর্ড হয়ে গিয়েছে ব্যাঙ্কে চলে আসুন।  

         সেই মূহুর্তে ডাক্তার স্বামীর মোবাইলে একটি আর্জেন্ট কল– স্যার, একটি ডেড বডি এসেছে।দেহের    সমস্ত অর্গানগুলো জন কল্যানে সে দান করে গিয়েছেন।








 

 

                                                                                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন