লেবেল

মঙ্গলবার, ৩ মে, ২০২২

শুধু কবিতায়... প্রকৃতি-ই সুর সংখ্যা -৪ ।। জয়ন্ত চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




প্রকৃতি-ই  সুর সংখ্যা -৪

জয়ন্ত চট্টোপাধ্যায়

 


 নিসর্গ : তোমাকে     

  

১.
কতটা দিয়েছো তুমি হিসাব রাখিনি
আকাশ মাটি ও জলে, পাহাড়ে মরুতে
মাঠের শ্যামলে তারাদের ভিড়ে নদীতীরে
সাগরবেলায় যত ঢেউয়ের সোনায়
হেরেছি গোনায় পরাজয় মানি।

জানি তুমি প্রতিটি কণায় অনুপমা
তোমাকে নিয়েই মাত্র দুকলম লিখি
প্রতিদিন তোমাতেই শিখি
চেতন বা অবচেতনায় তোমাকে ভাবায়
তোমার প্রভাব জানি শামিয়ানা হয়
তুমি ছাড়া কোনো গান নয়
আঁকি বা লিখি রংতুলি ক্যানভাসে
কাগজে পাতায় রাশিরাশি
নিজেরই ব্যর্থতায় হাসি
রেখেছি গলায় হয়তো মালার ফুলে,
কাঁটার জ্বালায়
শুধু জানি আছো বাইরে ভেতরে মনে
খোলামেলা মেলায় আর সংগোপনে।

২.

যত কথা বলি দুলাইন লিখি
উপমান উপমেয় সব তুমি
সুন্দরের দুর্গমের মুগ্ধতার
তৃপ্তি ও সারল্যের যা-কিছু কথা
দুঃখভোলার ব্রত সবই নিয়েছি চেয়ে
উদাত্ত প্রশ্রয়ে ভাবনা ও চেতনার
যেটুকু সঞ্চয় সেটুকুও ঋণ জানি
একটাও শব্দ নেই অপ্রিয় তবুও
ফিরিয়ে দিতে চাই কণামাত্র
দুর্বল শিল্পী এক একতাল মাটি দিয়ে
গড়ে তুলি ঈশ্বরীর মুখ
নিতান্ত অপটু হাতে গড়েছি তোমায়
একটুও মেলেনি জানি,তবু হাসিমুখ
তাকেই মান্যতা দাও অনন্য প্রশ্রয়ে

যা-কিছু ব্যর্থতা সব তোমাকে দিলাম
নিসর্গজীবন।।






এই বিভাগে  আপনি আপনার দুটো অপ্রকাশিত কবিতা  আজ ই  পাঠান। মেল- ankurishapatrika@gmail. com



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন