প্রকৃতি-ই সুর সংখ্যা—৫
ফটিক চৌধুরী
১.
চলে এসেছি, না বলেই
একদিন ডেকে নিয়ে গেল কোন এক লোক
চিনি না তাকে কোনদিন
'তোমরা ছুটে চলেছ, এবার জীবন শান্ত হোক'
বলে ওঠে লোকটি, মিনমিন।
চলে যাই তার সঙ্গে ঘাটশিলা কিংবা দেওঘর
এই শহর সভ্যতা ছেড়ে
এখানে এসে দেখি সবাই আপন, কেউ নয় পর
নাগরিকজীবন নিল কেড়ে।
গাছেদের সঙ্গে হল মিতা, খুব হালকা হল শ্বাস
'এসবের কি কোন মূল্য নেই
এবার থেকে তুমি এখানেই থাক, কর বসবাস'
অচেনালোক উধাও নিমেষেই।
সেই থেকে আমি রয়ে গেছি প্রকৃতির কোলে
তোমাদের জানাইনি, চলে এসেছি না বলেই।
২.
ফিরে যেতে চায়
শান্ত সকালবেলা। পাখিদের ডাক। আর কোন শব্দ নেই।
সকালের সঙ্গে শান্ত শব্দটি বেশ মানায়।
খোলামেলা প্রকৃতি। উলঙ্গ শিশুর মত, উদাসীন।
বেলা বাড়ে। তার লজ্জা ঢেকে দেয় বিভিন্ন পোশাক।
সূর্য উঠলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ
প্রথমেই তাকে প্যান্ট পরিয়ে দেয়
সকাল তখন লজ্জায় রাঙা হয়ে দিনে রূপান্তরিত।
আরেকজন ডেকে বলে :
বড় হচ্ছ, এবার জামাটাও পরে নাও।
পরিণত দিন সজাগ হয়ে ওঠে।
তার সারাগায়ে ক্রমে পরিধান বাড়তে থাকে।
সে নিজেকে ভারাক্রান্ত মনে করে
ফিরে যেতে চায় আদিমে।
সেই অরণ্যজীবন, বহমান নদী, ঝর্নার হাসি
যেখানে নীল পাহাড়
প্রকৃতি সেই আদিম সুর, ভেসে যায় নিসর্গের দিকে।
বেশ ভালো লাগল কবিতা
উত্তরমুছুনদুটি কবিতাই অসাধারণ। অনন্য সৃজন।
উত্তরমুছুন