লেবেল

মঙ্গলবার, ৩ মে, ২০২২

শুধু কবিতায়... ঈদের কবিতা।। শ্রীমন্ত দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


ঈদের কবিতা 

শ্রীমন্ত দাস



খুশির ঈদ

হু হু করে বইছে হাওয়া

খোয়াব ভরা খুসবুতে,

আশমানে আজ খুশির জোয়ার

ঈদ কা চাঁদের রোশনীতে।


রমজানের রোজার শেষে

শাওয়াল মাসের প্রথম দিন,

ভোরেই সবাই গোসল করে

দীল কে করতে হিংসাহীন।


নতুন বস্ত্র নতুন টুপি

আঁতর গুঁজে কানেতে,

চলছে নামাজ পড়তে হবে

মোনাজাতের সলাতে।


নমাজ শেষে খুতবা পড়েন

ইমাম সাহেব মৌলভী,

খুশির ঈদে রোশনী ছোটে

মনের মাঝে খুশ নবি।


ফিতরা দিচ্ছে আমীর উজীর

সামর্থবান মুসলমান,

দান গ্রহীতা দীন ও ফকির

আজকে তারা মেহমান।


গোলাপ বাগের লাল গোলাপের

আঁতর ভরা খুসবুতে,

মিঞা বিবি মাতছে সুখে

জোছনা আলোর ফুরসতে।


ঈদের দিনে  নিমন্ত্রনে

মাতছে রাম ও রহমান,

খাচ্ছে বসে লাচ্ছা সেমাই

যত্নে দিচ্ছে আম্মাজান।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন