প্রকৃতি-ই সুর সংখ্যা -২
সুবীর ঘোষ
১.
ঝড়
অপেক্ষায় ছিল পৃথিবী । সে এল।
একটা সুঠাম কালবৈশাখী।
গাছের ডালে ডালে ঝড়ের কুড়ুমাতন ,
ঝড়ের খামচানি পাতাদের অভিলষিত।
আমরা উঠোনে নেমে গামছা উড়িয়েছি কত ,
সে দিন আর নেই ।
চোখ বালির সঙ্গে যুদ্ধে পারে না।
আমরা শোষিত হতে খুব ভালোবাসি
নিশ্চেষ্ট হয়ে থেকে
আমরা চাই কেউ আমাদের নিষ্পেষণ করুক।
আমরা ঝড়ের রাত্রি ভেদ করে
অন্ধকার জ্বেলে জ্বেলে জঙ্গলে যাব
জঙ্গলের ঘুম জঙ্গলের ভয়
জঙ্গলের স্বল্পোচ্চার নিস্তব্ধতা
আমাদের মৃত ভেবে ক্ষমা করে দেবে।
২.
বাগানবীক্ষা
বাগানে যাই
গুনতে থাকি পাতা
ফুলের থেকে পাতা বেশি
এটাই স্বাভাবিক
ফুল ঝরে যাবার আগে
উত্তরাধিকার করে পাতাদের
কুঁড়ি নেই একটাও
তাই দত্তক নিতে হয়
মানুষের সংসারে গলিপথে আসে চোর
ফুল ছেঁড়ে দেহের সুড়ঙ্গপথে ঢেলে দেয় জল
পিচ্ছিল দিনগুলি থেকে
আরো কর্দমাক্ত হয়ে ওঠে জীবনের গলি
ফুল ফোটে ঝরে যাবে বলে
মানুষ সারাজীবনের দিনগুলির একটা মালা পরে
উদ্ধত বিনয়ের নিস্তব্ধতায় চলে যায়
আসতে পারি আবার
ততদিন নিজেকে রেখো তরল
ফুলের কুঁড়ির থেকে
আরো জমাট টানটান সতেজ।
দুটি কবিতাই খুব সুন্দর। খুব ভালো লাগলো। অনন্য সৃজন।
উত্তরমুছুনদুটি কবিতাই খুব সুন্দর। অনন্য সৃজন।
উত্তরমুছুন