লেবেল

সোমবার, ২ মে, ২০২২

শুধু কবিতায়... প্রকৃতি-ই সুর-৩।। বাবলু গিরি।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






প্রকৃতি-ই সুর-৩
বাবলু গিরি 


আজকালের কবিতা
                         
                         
প্রেম সমেত শরীরটাকে উপহার দিলে।
শরীরের মেনু পড়তে পড়তে,
   রান্নার গন্ধ পেলাম,
 চুলের ভিতর দিয়ে দুটো রঙিন চোখ, 
 কনট‍্যাক্ট লেন্স দিয়ে দেখছিল।
ভীষণ গর্বে স্তন দুটো হাঁসছিল।
আমি শরীরের মেনু পড়তে পড়তে 
 আগুন জ্বলতে দেখলাম।
কাজল নয়না অতো আল্পনা এঁকো না 
         আমার ঘর্মাক্ত শরীরে।

বাইরে বৃষ্টি গাছের শরীরে ঢালছিল,
        গাছ আছড়ে পিছড়ে 
         বৃষ্টির সাথে নাচছিল,
        ভালোবাসার  ফুল সব 
    ঝরিয়ে দিচ্ছিল বৃষ্টির বুকে।













২টি মন্তব্য: