কলমে—
সুবীর কুমার দে
রানু রায়
নীতা কবি মুখার্জী
শব্দ শ্রমিক
সুবীর কুমার দে
অগ্নি শিখার দাবানলে,
শোষক জ্বলুক দলে দলে।
শোষক মারো শ্লোগান তুলে,
শুকনো পাতায় আগুন জ্বেলে।
প্রেম শুকিয়ে শুকনো পাতা,
বঞ্চনা বারুদ শলাই কাঠি।
দুইয়ের যোগে তপ্ত আগুন,
ছড়িয়ে পড়ুক কোটি কোটি।
জানলা গলে দরজা খুলে,
আসুক সবাই সেই মিছিলে।
রক্ত শোষক আঘাত দিলে,
আঘাত হানো সবাই মিলে।
বৃহৎ শক্তি সর্বহারা,
মুক্তি নেই লড়াই ছাড়া।
বিণ. হোক শোষক কারা?
শুকনো পাতার আগুন দ্বারা।
অগ্নি শিখার দাবানলে,
শোষক জ্বলুক দলে দলে।
শোষক মারো শ্লোগান তুলে,
শুকনো পাতায় আগুন জ্বেলে।
মে দিবস
রানু রায়
শত শহীদের রক্তে গড়া
মে দিবসের দিন
দাবি তাদের একটাই ছিল
আট ঘণ্টা দিন।
শত শ্রমিকের রক্তে গড়া
মে দিবসের ধারা,
তাদের রক্তের স্বাধীনতা নিয়ে
ছিনি মিনি খেলে যারা।
শত শহীদের রক্ত নিয়ে
যারা করছে মৌজ
শিক্ষা দিতে তাদেরই চাই
আমরা ফেরারী ফৌজ।
মেহনতী মানুষের কান্না
নীতা কবি মুখার্জী
শ্রমিক বন্ধু, ভাই!
তোমাদের কাছে ঋণী যে আমরা,তোমার তুলনা নাই।
রক্ত-মাখা 'মে' দিবসের দিনে তোমাদের জানাই সেলাম
অক্লান্ত পরিশ্রম করে পাওনা ন্যায্য দাম।
বাঁচার জন্যে খেটে খাও তুমি, কাড়ো না কাহারো গ্ৰাস
রক্তাঙ্গনে পড়ে থাকে দেখি তোমাদের শত লাশ।
মেহনতী তোমরা, মুটে ও মজুর, অট্টালিকা গড়ো
রাস্তার ধারে, ফুটপাতে থেকে শুধু ধুঁকে ধুঁকে মরো।
ভবিষ্যৎ বলে কিছুই থাকে না, স্রোতেই গা ভাসাও
বাবুদের মাথায় ছাদ তুলে দিয়ে দামী মাথাগুলো বাঁচাও।
সমাজের যত অবহেলা আর বঞ্চনারই শিকার
তোমাদের পেটে লাথি মারতে হয় না কারো বিকার।
উঁচ-নীচ করে দেয়নি দয়াল, মানুষ গড়েছে ভেদ
ভেদাভেদ থেকে মুক্ত করতে বাড়াও মনের জেদ।
শিশু-শ্রমিকেরা পথে পথে ঘুরে শ্রমিকের কাজ করে
কম টাকা দিয়ে কাজ পাবে বলে শিশুদের আনে ধরে।
আট ঘণ্টার লড়াই হলো, তোমাদের হলো জয়
অত্যাচার আর ক্রীতদাস প্রথা সেই দিনই শেষ হয়
তবুও তোমরা শোষিত , পীড়িত, পায়ে পিষে যেতে চাই
কারোর চেয়ে কম নও তুমি আমার মেহনতী ভাই।
কাগজ কুড়াবে তোমাদের ছেলে, ধনীরা চড়বে গাড়ী
শিক্ষার পরশে মানুষ হয়ে গেলে কে ঠেলবে সভ্যতার গাড়ী?
সেই ভয়েই তো ভেদাভেদ প্রথা, বৈষম্যে ভরা সমাজ
এই প্রথা ভেঙ্গে গুড়িয়ে তোমরা সাম্য আনবে আজ।
রক্তাঙ্গনে পড়ে আছে দেখো কতো শ্রমিকের লাশ
বাঁচার তাগিদে খেটে খায় ওরা, কাড়ে না কাহারো গ্ৰাস।
দুনিয়ার যত মেহনতি আর মজুর,মুটে ও কুলি
সেলাম তোমায়, তোমরা গড়েছো সৌধ, তোমাদের
নিজের স্বার্থ ভুলি।
শোষক করেছে শোষন, তোমার ছিন্ন ভবিষ্যৎ
শত নিপীড়ন সহ্য করেও তোমরা থেকেছো সৎ।
আট ঘণ্টার লড়াইয়ে যখন চলেছে শব মিছিল
বাবুদের যত লোভের পাহাড় কিছুটা হয়েছে শিথিল।
অবশেষে জয় হয়েছে তাদের, গর্জেছে মজদূর
মজুরের সাথে আমরাও আছি,বেজেছে জয়ের সুর।
এই দুনিয়ার মেহনতি আর নিপীড়িত মজদূর
নত করি মাথা, সেলাম তোমায়, সেলাম তোমাকে বীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন