লেবেল

শনিবার, ৯ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -১২।। অশোক ব্যানার্জী।।E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -১২

অশোক ব্যানার্জী



পাইনি জবাব


ইতিহাসে লেখা আছে মানুষের যুদ্ধের কথা।
    কখনো বা কারণ ছিল কখনো অযথা।
       যুগে যুগে বহুবার বহু দিন ধরে
         হৃদয়ের সব দ্বার রুদ্ধ করে
     ধ্বংসের নেশায় মেতেছে বারবার
              যে কারণে প্রতিবার
           বহুদেশ, বহু নগর, বন্দর
      কত সৌধ, স্মৃতি, কত সুখের ঘর
         ধ্বংস হয়ে গেছে, তারই সাথে
কত সাধ কত আশা নিভে গেছে চিরতরে।
তবু মানুষের যুদ্ধের নেশা মেটেনি এখনো,
            আজও মানুষ পায়নি পরিত্রাণ
পাশবিক স্বভাব থেকে আজও তার বাকি পুণ্যস্নান।

           মানুষের প্রেমের কাহিনী
           সেও তো ইতিহাসই বলে
            যুগে যুগে মানুষের মনে
            কত বিচিত্র খেলা চলে !
কত গল্পে, উপন্যাসে লেখা আছে সে প্রেমের কথা
কত বুকভরা ভালোবাসা, কত আশা আকাঙ্ক্ষা,
                                             কত আশাহত ব্যথা
                     যুগ যুগ ধরে
    পোষণ করেছে মানুষ নিজেরই অন্তরে।
        আজও মানুষ পুরোনো দিনের মত
প্রণয়ীর কানে কানে ভালোবাসার কথা কয় যত।
        আজও তার গর্ব ভালোবাসা নিয়ে
       এ যান্ত্রিক যুগেও যা যায়নি হারিয়ে।

আবার, নির্দ্বিধায় এই ইতিহাসই জানায়
    বাঁচার জন্য মানুষ কাজ করে যায়
        সভ্যতার আদিকাল থেকে,
    নতুন কাজের নেশায় একে একে
   যুগে যুগে কত বিস্ময়কর আবিষ্কার
          মানুষই করেছে বারবার।
     উচ্চতর প্রযুক্তিবিদ্যার হাত ধরে
   মানুষ আজ সভ্যতার চরম শিখরে!

          যে মানুষ ভালোবাসে
        গান গায়, প্রাণখুলে হাসে,
যে মানুষ মেতে থাকে কাজের নেশায়
       সেই মানুষই আবার যুদ্ধ চায়,
          এ কি কোন অভিশাপ?
মনে মনে প্রশ্ন করেও তার পাইনি জবাব।










1 টি মন্তব্য: