যুদ্ধ বিরোধী কবিতা -১৩
বিদ্যুৎ মিশ্র
মুছে যাবে দেশটা
চারিদিকে হাহাকার যুদ্ধ আর কান্না
মিলেমিশে একাকার পথ খুঁজে পাননা
কি হবে পরিণতি কেউ নয় শান্ত
ধ্বংসের ভয়াবহ যদি তা জানত।
কি এমন ক্ষতিকর মিলেমিশে রইলে
দুটি নদী পাশাপাশি একসাথে বইলে ।
ফুল ফুটে ভরে যদি বাগানের কোণটা
সাম্যের গান যদি গায় এই মনটা ।
ছেলেমেয়ে একসাথে হাত ধরে হাঁটলে
জাতপাত রঙ নিয়ে মিছে ওদের বাঁটলে।
ধনী আর গরিবের বিভেদ তো শূন্য
আর্তের মুখে হাসি সে ভীষণ পুণ্য।
বুঝবে না ওরা ভাই ক্ষমতার দম্ভে
মৃত্যুর হাহাকার সে কি আর কমবে?
ধ্বংস হানাহানি নিয়মিত চলছে
চাই চাই আরও চাই শুধু তাই বলছে।
একদিন এভাবেই মুছে যাবে দেশটা
ইতিহাসের পাতাতে লেখা হবে শেষটা।
এখনও যদি পারো করে দিতে রুদ্ধ
ভালোবাসা দিয়ে ভাই ভুলে যেতে যুদ্ধ।
খুব সুন্দর লিখেছেন কবি। অনন্য সৃজন। সুন্দর কবিতা।
উত্তরমুছুন