লেবেল

শনিবার, ৯ এপ্রিল, ২০২২

রবিবাসরীয় বিভাগ ।। আজকের গল্প ।। অরিত্রর পড়াশোনা — স্মৃতি শেখর মিত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




রবিবাসরীয় বিভাগ

আজকের  গল্প



              
অরিত্রর পড়াশোনা
স্মৃতি শেখর মিত্র



অনেকদিন পর দুর্গাপুরে এলেন নির্মল চৌধুরী।তাঁর মেয়ের একমাত্র সন্তান অরিত্রকে দেখতে।অরিত্রর পড়াশোনার ব্যাপারে বাড়ির সকলে ভীষণ চিন্তায় আছেন।করোনার আবহে প্রতিটি
শিশু এখন কষ্টে আছে। অনলাইন ক্লাস।মা, বাবা পড়াশোনার জন্য একটি দামী স্মার্টফোন কিনে দিয়েছেন। পড়াশোনার ব্যাপারে ছেলের কোন আগ্ৰহই নেই।মা ভোরে উঠে ছেলের হয়ে অনলাইনের ক্লাসে বসেন। ছেলে তখন গভীর ঘুমে। "আহা!বাছা আমার রাত বারোটা পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়েছে। এই ভোরবেলায়
কী করেই বা ওঠে?"ছেলে যে আদতে স্মার্টফোন নিয়ে নানান ধরনের গেম খেলায় ব্যস্ত থাকে তার খোঁজ তাঁরা রাখেন না। এমনি ভাবেই এক একটি দিন পার হয়ে যায়।অরিত্রর পড়াশোনা আর এগোয় না একটুও।মা বাবার স্বপ্ন ছেলেকে বড় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বানানোর। কিন্তু যে ছেলের পড়তেই ভালো লাগে না তাকে বড়
কিছু বানাবে কেমনে? সব শুনে  অরিত্র  আরও  বেশি করে  দিনের পর দিন স্মার্ট ফোনের সেরা ভক্ত  হয়ে উঠলো। 














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন