যুদ্ধ বিরোধী কবিতা -১৪
রঞ্জন ভট্টাচার্য
নীরব কান্না
যুদ্ধের দামামা আর বাঁচবে কতদিন?
মিসাইলের আঘাত হানবে কতদিন?
এ কী উষ্ণতার আলিঙ্গন
না কি বুভুক্ষু সমাজকে করে আস্ফালন!
নির্বাক শিশুর কান্নার স্তব্ধ হয়
গোলা-বারুদের সামনে
মায়ের নীরব কান্না
শোনে কজন ক'জন ...!
এমনই করেই চলে পৃথিবী ধ্বংসের পথে
আমরাও চলি নীরবে সেই একই রথে
রক্তচোষা বাদুড় যেন রং পাল্টায়
আমাদের রং ফ্যাকাশে হয়
নীরব কান্নায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন