যুদ্ধ বিরোধী কবিতা -১৫
জয়ন্ত চট্টোপাধ্যায়
জেনোসাইড
যেমনটি ভেবেছি ঠিক তেমনটি নয়
সে-ও এক খেলা মজা আছে, রাজা বা রাক্ষস আছে
দুর্বল পুতুল আছে,উদ্ধত মাথাও আছে,হাসি-কান্না তাও আছে
বিশ্বাসের গভীরে কোন গুপ্ত ছিদ্রপথ লিখে রাখে ধ্বস্ত কাহিনি
ইতিহাস উপসর্গের ভেতর লেখা হননের গূঢ় পূর্বাভাস
অর্বাচীন বালকের লজেন্সখিদের তুলনায় আগ্রাসী
অণু-পরমাণু-গ্যাস-শূন্যতা... আরও কত প্রবল বিষ
ক্ষমাহীন প্রহারে প্রহারে মরে কারা অযুত-অজস্র?
আরও কত কালাপাহাড় গ্রাস গিলে নেবে শান্তি বামিয়ান
আগুন যারা জ্বালে তারা আমার আত্মার প্রিয়,নিরুদ্ধ প্রবলে
যারা পোড়ে তারাও আত্মীয় তীব্র অসহন
তিনি আগুনকে ভাই বলে জয়মাল্য দিলে সন্তান ডুবে যায়...
মেঘের যুদ্ধে বজ্র-বিদ্যুৎ প্রবল দানব নখ-দাঁত-আঘাত
প্রতিবেশী আগুনে আমাদের সবুজ গাছের সহমরণ
আস্তে আস্তে গিলে নেয় প্রাণিত স্পন্দন শুকোয়
জীবনের অন্য নাম একটু একটু করে মুছে যায় মহামূল্যবান...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন