লেবেল

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -১৬।। পাপড়ি ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -১৬

পাপড়ি ভট্টাচার্য



এমন যদি হতো


প্রাসাদ ছেড়ে নামলেন রাস্তায় একজন
সাধারণ মানুষকে অবলীলায় বললেন -
যারা আমাদেরকে অবলীলায় হত্যা করছে
ধ্বংস করে দিচ্ছে আমাদের অনেক কিছু
আমরা কেন পালাবো বলো,শিরায় শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিবাদ গড়বো।

সেই একজন বহু হয়ে গেল মুহুর্তেই
সাহস আর প্রতিজ্ঞায় পিঁপড়ে শৃঙ্খল নিয়ে
এগিয়ে গেল যুদ্ধ থামাতে।
হাজার হাজার নিরীহ নর-নারী, শিশুহত্যা, গনহত্যা, ধর্ষণ
শব্দগুলো একে একে সমুদ্রগর্ভে
কয়েক হাজার মারণ বোমা মুহূর্তে ফুলের তোড়া
কারও রক্তচাপ আর বাড়বেনা
এমন যদি হতো...












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন