লেবেল

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -২০।। অজয় দেবনাথ।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





যুদ্ধ বিরোধী কবিতা -২০

অজয় দেবনাথ



পর্দা


 

দুর্বৃত্ত পাষণ্ডের অত্যাচারে অতিষ্ঠ মানুষ বদল চেয়েছিল

বদল চেয়েছিল সমাজ, হয়েছে বদল

 

আত্মঘাতী কামনার স্রোত তবুও সমান

কখনও জেনেছে সবাই, কখনও পারেনি জানতে

একটু একটু করে খসে পড়েছে পৃথিবী…

 

দুর্বৃত্তের জামার অভাব হয়নি কখনও

লাল-নীল-সবুজ-হলুদ রকমারি জামা, দুঃশাসন ব্যতীত অস্তিত্বহীন

 

ভূমিতে আঘাত যদি হৃদয়ে না বাজে

সব জামা ছিঁড়ে ফেলে হোক জাগরণ

এতদিনে জল ও দুধের তফাৎ মানুষ চিনেছে









 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন