লেবেল

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

যুদ্ধ বিরোধী কবিতা -২১।।সঞ্জয় মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





যুদ্ধ বিরোধী কবিতা -২১
সঞ্জয় মুখোপাধ্যায়


এসো, ভালোবাসি


যে যুদ্ধের দিকে তাকিয়ে এত বিষন্ন তুমি
আমি তার কথা ভেবে দেখেছি
যুদ্ধ তো তুমিই করো
তোমার আরো চাই।।তোমার রক্তপিপাসু মন 
তোমার অহংকার!

যুদ্ধ আমারও চাই। আমাদের সবার চাই।
আরো আরো চাই, 
যুদ্ধ চলে প্রতিদিন
দামামা বাজে মজ্জায় শিরায় ধমনীতে
লাশ পোড়ে, পোড়ে ঘর বাড়ি দেশ
ছারখার করে আকাশভেদী শীৎকার 
এসব তো তুমিও চাও, 
বলো সত্যিই বলো,  চেয়েছিলে তো তুমিও
 তুমি পারো নি।  আমি পারি। 
তাই আমিই  জয়ী। যুদ্ধোপরাধী?

দেখো,ওই শিশুটা 
আমাদের দিকে হেঁটে আসছে
ও এখনও জানে না, আমাদের দুজনের সৈন্যদল
ওর বাবাকে হত্যা করে মা কে তুলে নিয়ে গেছে 
ওদের বাড়িতে আগুন দিয়ে গেছে

তারপরেও
বাচ্চাটা হেঁটে হেঁটে আমাদের দিকে আসে
ওদের কান্না তো ঈশ্বরও শোনে না, তবু...

বিশ্বাস পেতে দিয়েছে ওর পায়ের নিচে
ভালোবাসা ঘাস
বাতাস ওকে দিয়েছে বাঁচার আশ্বাস
সূর্য এখনও অকৃপণ ,দিতে চায় মুঠো মুঠো আলো
ও হেঁটে আসছে... রক্তের স্রোত মুছে যাচ্ছে
ছিন্ন কাটা হাতগুলো ওর দিকে বাড়িয়ে
চারিদিকে মুন্ডুগুলো একসঙ্গে বলে ওঠে
বাঁচতে দাও
এসো ভালোবাসি...













1 টি মন্তব্য: