লেবেল

শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা —২২।। জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

  

 







যুদ্ধ বিরোধী কবিতা —২২

জয়শ্রী সরকার





যুদ্ধ যাক শান্তি থাক

       
যুদ্ধ কখনো শান্তি আনে না ,
শান্তি কখনো আঘাত হানে না।
যুদ্ধ মানেই অস্ত্রের ঝনঝনানি
যুদ্ধ মানেই জীবনের হয়রানি !

যুদ্ধ মানেই মানব-নিধন যজ্ঞ ,
বিশ্বটা আজ মুষ্টিমেয়ের ভোগ্য।
যুদ্ধ মানেই অস্ত্রেরই বিপণন
উর্দ্ধতনের বিলাসবহুল জীবন!

যুদ্ধ মানেই অর্থনীতিতে ধস ,
শান্তি-পথেতে আসুক জীবনরস।
আকাশে অশ্রু , বাতাসে বারুদ
যুদ্ধবাজেরা মৃত্যুলীলায় বুঁদ !

আর এক যুদ্ধ জানান দিচ্ছে বুঝি ,
এসো একসাথে শান্তির পথ খুঁজি।
কোনো সমাধানই অস্ত্রে হয় না—
হৃদয়-নদীটা শোণিতে বয় না !

যুদ্ধ মানেই হাহাকার আর ক্রন্দন ,
যুদ্ধ মানেই ছিন্ন সকল বন্ধন।
ব্যক্তি আমিটা বড়ই তুচ্ছ আজ—
সবার স্বার্থে ভুলে যাই এসো লাজ !

চেতনাতে তাই একটু উদার হ'ই ,
বিপুল এ-বিশ্বে তুচ্ছ তো কেউ নই ।
এসো তাই আজ সোচ্চার হ'ই একসাথে ,
বন্ধ হোক ভয়াল যুদ্ধ দিনরাতে!

সভ্যতা তুমি এখনোও নীরব!
চারিদিকে ওই রাশি রাশি শব।
কুলুপ এঁটেছো সবারই মুখে ,
বেহালা বাজাও বলো কোন্ সুখে?






 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন