লেবেল

বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -১৯।। অশোককুমার লাটুয়া ( সেলুকাস )।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





যুদ্ধ বিরোধী কবিতা -১৯

অশোককুমার লাটুয়া ( সেলুকাস ) 




হে অন্ধকার তোমার স্তন থেকে 


চুঁইয়ে চুঁইয়ে পড়ুক নির্যাস  তোমার স্তন থেকে 

হে অন্ধকার 

আলোর তৃষ্ণায় 

ইউক্রেন - রাশিয়ায়। 


বিকলাঙ্গ সভ্যতার অপারেশান হোক 

বিবেকবান বিবেচনার টেবিলে। 


হৃদয় শস্যবতী হোক মেধাবী প্রেমের সৌন্দর্যে। 


বারুদের ধোঁয়া ছিঁড়ে বেরিয়ে আসুক 

দুদিকে প্রসারিত, নিরুদ্বেগ উড়ন্ত ডানায় 

সাদা রংয়ের কবিতায় পিকাসোর পায়রা -- 

খুঁটে খুঁটে খাক সুগন্ধি ঠোঁটে 

খুঁটিনাটি মানুষের ভালোবাসা। 


হে অন্ধকার 

তোমার স্তন থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ুক নির্যাস 

আলোর তৃষ্ণায় 

ইউক্রেন - রাশিয়ায়। 









1 টি মন্তব্য: