বসন্ত এসে গেছে -৮
গোবিন্দ মোদক
বসন্ত এসে গেছে
পৌষ-মাঘ চলে গেলে আসে ঋতুরাজ,
যৌবন উচ্ছ্বল প্রকৃতির সাজ।
অজস্র ফুল, পাখি, বর্ণ ও সুর,
নব নব কিশলয় রঙে ভরপুর।
বনে বনে শত ফুল ফোটানোর সাড়া,
কোকিলের কুহু ডাকে ভরে ওঠে পাড়া।
দোয়েল আর পাপিয়ার আনন্দ-গান,
ফসলের মাঠ জুড়ে সোনারঙা ধান।
আমের শাখা জুড়ে নব মঞ্জরী,
মৌ গন্ধে চারিদিক উঠেছে ভরি।
শিমুলের শাখা জুড়ে থোকা থোকা লাল,
পত্রপুষ্প সুশোভিত বসন্তের কাল।
চমৎকার আবহাওয়া রঙে ও রসে,
কবির কলম জুড়ে কতো ভাব বসে।
বসন্ত উৎসবে জেগে ওঠে পাড়া,
প্রেমের ঋতু জুড়ে রোমান্টিক সাড়া।
যুগে যুগে বসন্ত হোক অক্ষয়,
জয় জয় ঋতুরাজ বসন্তের জয়!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন