বসন্ত এসে গেছে -৯
ফটিক চৌধুরী
উষ্ণতার আগুন
দুঃখের উদ্যানে যেসব ফুল ঝরে পড়ে
তাদের বিষণ্ণতার সামনে যেতে ভয় পাই
ভয় পাই চারিদিকে ঝিমিয়ে পড়া দুর্বিষহ
জীবনপ্রবাহকে।
তাইতো ফিরে এলাম তোমার কাছে
পলাশ শিমুল অশোকের লালিমায়
আর সকালের অরুণোদয়ে।
প্রকৃতি ম্যাজিক জানে, পাল্টে ফেলে মুহূর্ত
বসন্ত কখনো আগুনপাখি, নিজেকেই পোড়ায়।
নিজের প্রাকৃতিক বৃত্তটুকু ঘিরে দিয়েছি
নবপল্লবে
বসন্তদিনে প্রেমের আগুন জ্বলুক
উষ্ণতার একটু আগুন পোহাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন