অমর একুশে -১০
শুভঙ্কর দাস
রক্তের রৌদ্রে উড়ন্ত সাদা পায়রা
কাঁটাতার পযর্ন্ত, একটি গাছ।আশা।মুখগুলো তপ্ত,আঁচ।ছুরিটা এখুনি গলাও।যাও,যাও,পাখিটির শুশ্রূষা
কে তুমি মানচিত্র? পৃথিবী মরে গেলে।পৃথিবী বেঁচে গেলে।দরজা ঠেলে এলে।শিকড়ে সেই আঁচল,ভালোবাসা।
মৃত্যু মেখে স্নান।বর্ণমালা।স্বর্গের চেয়েও প্রিয়,ঘ্রাণ।জন্ম জন্ম কাব্য।
একবার আগুনের হাত ছুঁয়েছো কি! আমার চেয়ে কেউ নয়
সর্বনাশা।
সহস্র গুলি।বুকের মধ্যে শাসন।বুলি।উড়ে যাক,চর্যাপদ।শবসাধনা। কাহ্নখুলি।
এটাই ভুবন,আমার মায়ের ভালোবাসা।
অসাধারণ একটি কবিতা পড়লাম দাদা
উত্তরমুছুন