লেবেল

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -১৩ ।। ২১শে ফেব্রুয়ারী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অমর একুশে -১৩

২১শে ফেব্রুয়ারী 


অরিন্দম চট্টোপাধ্যায় 


রক্তে রাঙানো দিন কি ভোলা যায়

ভূমিতল ছুঁয়ে যে রক্ত গড়িয়েছিল

আর এই রঙিন হয়ে যাওয়া পৃথিবীর 

একটা নতুন ভূগোল জলতরঙ্গর মতো

বেজে উঠতে পারে তা কারও কল্পনাও ছিল না


একটা আবেগ যে সমুদ্র গর্জন

হয়ে যেতে পারে টেকনাফ থেকে যশোর

বা রঙপুর থেকে ভোলা...

তা কারও কারও কাছে খনস্থায়ী

মনে হয়ে একটা রহস্য অনুসন্ধানে ছিল


এখনও উচ্চারিত হয়ে চলে কয়েকটা জীবন

এই উপমহাদেশ জুড়ে...

কতো দশক তো অতিক্রান্ত হয়ে গেলো

তবুও হৃদয় থেকে আসে ওরা সবাই

বরকত, সালাম রফিক, শফিয়ুররা...

শুধু বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য...


















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন