অমর একুশে -৩৬
তপনজ্যোতি মাজি
ভাষা দিবস
ভাষাপথ জ্যোৎস্নাময়, তবু কেন আলো জ্বেলে
দিলে সন্ধ্যা নামার আগে? কথা বলো নদীকণ্ঠে, তুমি আর পরাধীন নও।
কে তোমার সখা জেনেছো কি আসন্ন বিপদে ?
ভালো নয় ডুবুরী জীবন। দূর গ্রহে প্রলয় সংকেত।
তুমি কথা বলো বাংলায়।
মুছে যাচ্ছে বিভাজন রেখা। এক নদীর সঙ্গে দেখা
হলো অন্য নদীর। এক মায়ের সঙ্গে অন্য মায়ের। শহীদ বেদীতে ফুলের মতো বাংলা অক্ষর।
মাটির উঠোনে বিছানা পেতেছে অভিমানী চাঁদ।
ঘড়ির কাঁটা ঘুরছে বিপরীত দিকে। ভ্রান্তি নিয়ে
কত দূর যাবে?
কেটে যায় দিন। গল্প বলে ইতিহাস। তুমি কোন
মনস্ক বন্ধনে বেঁধেছো মহাকালের ঘোড়া। গর্বিত
মায়ের দুঃখী মুখ।
বাংলা বলো। বাংলা বলছে মুখ। বাংলা লিখছে
কলম। ভাষার প্রবাহ নদী হয়ে হৃদয় উর্বর করছে
বাঙালি হৃদয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন