ভালোবাসার কবিতা -১
অনিন্দিতা শাসমল
আজও আমি
এখনো আমি আগের মতোই আছি
তুমিই শুধু বদলে গেছো বেশ ,
হাত বাড়িয়ে ছুঁতে গিয়েই দেখি
নেইতো তুমি ! আছে তোমার রেশ !
আজও আমি সকাল হলে পাই
চোখের পাতায় চেনা ঠোঁটের ছোঁয়া,
অপাপবিদ্ধ তোমার হাসিমুখ
আজও দেখি তেমনি শিশির ধোয়া।
শালের বনে ট্রেন ছুটে যায় যখন
জানালা খুলে বৃষ্টি ছুঁতে চাই..
আনমনে যে কখন আগের মতো
বেভুল মনে ডায়াল করতে যাই !
আজও আমি বাসের সিটে বসে
ঘুমের ঘোরে স্বপ্নে তোমায় পাই,
ভুল করে সেই আগের মতো আমি
তোমার কাঁধেই মাথা রাখতে যাই...
মাথার ওপর আগুন ঝরে যখন
ফাঁকা রাস্তায় ক্লান্ত তোমার মুখ,
খোলা চুলে সূর্য আড়াল করে
আজও আমি তেমনই পাই সুখ।
আজও আমি ঘুমজড়ানো ভোরে
মিষ্টি একটা স্বপ্ন দেখি রোজ,
তুমি-আমি একটা কফির কাপে
অবাক চোখে সারা বিশ্বের খোঁজ !
এমনি করেই সঙ্গে থেকো আমার
যেমন ছিলে দিনরাত্রির ছায়ায়,
দূরে গেলেও জীবন জুড়ে থেকো
চিরদিনের ভালোবাসায়, মায়ায়।
Darunnn
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনএই পবিত্র দিনকে স্মরণীয় করে রাখতে, আত্মোপলব্ধির ছন্দময় ভাষায় ভাবনায় আত্মপ্রকাশ!!অপূর্ব সুন্দর। অভিনন্দন জানাই শেয়ার করার জন্য। 🌹🌹🌹
উত্তরমুছুন