লেবেল

বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...জায়মান জীবন -২৮ ।। হীরক বন্দ্যোপাধ্যায় ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





জায়মান জীবন -২৮

হীরক বন্দ্যোপাধ্যায়



নিরভিমান



এক মুহূর্ত্ত কেমন করে কাটিয়ে দিলাম
কেমন করে বুঝতে হলো মৃত্যু এত বিষম শীতল
চোখ মেলেনা চোখ মেলেনা, আমার মতোই
নিরভিমান ...আজও আমায়
শিখিয়ে দিল চিরটাকাল অনন্তকাল
বরফ বরফ ,বুকের খাঁচায় রাখলে পরে গলতে পারে
চুল ভিজিয়ে বেণী বাঁধায় অসৎলোকে ...

হাত ধরলাম, হাত ছাড়লাম শুদ্ধ নি  তে গান গাইলাম
তুমি এমন কৃপণ কেন,জীবনটা যে এক মুহূর্ত
বুঝিয়ে দিলাম মর্তলোকে ...

এখন একটু বসি তোমার ছায়ায়,যদি অনুমতি দাও
চোখ মেলে চাই,তোমার সঙ্গে এক মুহূর্ত্ত
কাটিয়ে গেলাম
শুধু হাতের উপর হাত রেখোনা , নিরভিমান ...














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন