লেবেল

বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়... জায়মান জীবন -২৭।। অশোক রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




জায়মান জীবন -২৭

অশোক রায় 




জায়মান জীবন 

১.
ভোরের পাতায় কে আঙুল ছোঁয়ায়
আর চায়ের পেয়ালায় ঠোঁট গোলাপ হয়ে ফোটে
দিগন্ত হতে আসমানে বালুচরে
পাখিদের অলস কাকলি সনে
নির্ভার মেঘমুক্ত মন নতুন আখরে
সৃষ্টি করে  নতুন জীবনের পাণ্ডুলিপির দ্বাবিংশ আখ্যান।

রাত নিভে গেছে 
রাতজাগা গানের ফোঁটাগুলি
জমা নলেনের কলসিতে
জমাট শিখরে রক্তরাগ
এখুনি শুরু হবে গাড়িঘোড়া মানুষের আনাগোনা
অপছন্দের রোজনামচা শুরু হবার আগেই
চোখ ফোটার আগেই চলো নেমে পড়ি...।

                                             





২.

ধুলো উড়ছে বাজি ফাটছে উত্তপ্ত কথার তরবারি
কোভিদের বনে কে কার কথা শোনে
মৃত্যু -মিছিলে যাবার অন্তহীন হুড়োহুড়ি

ট্রেন ছুটছে আমার পাশে মণিহারার মণিমালা
অন্ধকার কামরা জুড়ে ডেল্টা ক্রনের ল্যাব
ছায়ার সাথে যুদ্ধ করে এখন আমরা পরাধীন 

জীবনের জারক রসে মহাসাগর তৃতীয় ঢেউ
ফিরে চলো সে আদিম অরণ্যে
যখন ডাইনোসরেরা আসেনি...।














                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন