জায়মান জীবন -৩৫
বিমল মণ্ডল
১.
সময় আসবেই
আমারও সময় আসবেই
প্রতিটি দিন ভাগ করে নেওয়ার
অজস্র আলোর সন্ধানে
মায়ের হাতে সকাল বিকাল ইতিউতি সারা
উঠোন ভরে আদর ছড়িয়ে হরেকরকম
আমি তখন সবার মতো সারা দুপুর
পাশে পাশে থাকবই
রোদ উঠবেই
ভালোবাসা থাকবেই।
ঠিক আমারও সময় আসবেই
দারিদ্র্যতায় বেড়ে ওঠা
মায়ের কান্না দেখে
আঁচল আঁকড়ে থেকেছি বহুরাত
সে সময় অনেক ব্যথা
এখনো এই ঘরের লম্বা মেঝেতে
স্মৃতি চিহ্ন লেগে
মা তো আমার আসবেই
সবাই প্রাণভরে তা দেখবেই
মা দু'হাত তুলে আশীর্বাদ করবেই
ভোরের দরজা ঠেলে মা আসবেই
আমরাও তো সেই সময় আসবেই।
২.
হাত
তুমি বলেছিলে, আমাদের দুই জনের হাত
এক হবে মধ্যরাতে
যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে
ঠিক সেই সময় চিনে হাত এক করে নেব
আবার সকাল হলে, যে যার হাত নিজের কাছে
রেখে মহানন্দে ঘুরে বেড়াই
অথচ সন্ধ্যা হলে অজস্র হাতের থেকে
তোমার ও আমার হাতে আসা
সম্পর্কগুলো ভাগ করে নিই মধ্যরাতে।
*পাঠকের আপনজন* *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা*
--------------------------------------
🙏🙏লেখা আহ্বান🙏🙏
সারা ফেব্রুয়ারি মাস জুড়েই প্রকাশ পাবে "একুশের ভাষা" বিষয়ক গদ্য ও পদ্য। আপনার পদ্যে ও গদ্যে উন্মোচিত হোক বাংলা ভাষা প্রেম।তাই অঙ্কুরীশা-র পাতায় আজই লিখে ফেলুন —"একুশের ভাষা" বিষয়ক কবিতা কিংবা গদ্য।
✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হবে প্রতিদিন বিভাগে "একুশের ভাষা'' বিষয়ক গদ্য ও পদ্য
✍🏾এই পর্বে দুটি করে কবিতা অথবা ১টা গদ্য পাঠাবেন।
✍️✍ মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন।
🙏এই বিভাগের লেখা মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য নয়।
🙏এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন।
✍🏾 এই পর্ব চলবে ১লা ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৮শা ফেব্রুয়ারিত ২০২২ পর্যন্ত।
👇🏾আপনি আপনার 'একুশের ভাষা' বিষয়ক দুটো কবিতা কিংবা একটা গদ্য আজই মেল করুন👇🏾
ankurishapatrika@gmail.com
✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।
✍🏾 'একুশের ভাষা' বিষয়ক মুক্ত গদ্যও লিখে পাঠাতে পারেন।
✍🏾 মুক্ত মনে লিখুন "একুশের ভাষা " বিষয়ক গদ্য কিংবা পদ্য। এর জন্য কোন লাইন সীমা নেই।
নমস্কার।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।
সম্পাদক,
অঙ্কুরীশা
প্রথম কবিতায় কবির আত্মবিশ্বাস রোদের মতোই ঝিকিয়ে উঠেছে।
উত্তরমুছুনখুব ভালো লাগলো।
দ্বিতীয় কবিতাটি ও অপূর্ব লাগলো।
নিজের উপর আস্থা ও প্রিয়তম মানব/মানবীর উপর আস্থা খুব সুন্দর ফুটে উঠেছে।
উত্তরমুছুনএকদিন মা অবশ্যই আসবেন কবির প্রত্যাশা মতো
উত্তরমুছুনএবং তাঁর আশীর্বাদের হাত ছুঁয়ে দেবেন কবির মস্তকে।
অসাধারণ একটি কবিতা। দ্বিতীয় কবিতাও অনন্য সৃজন। খুব ভালো লাগলো।
অসাধারণ!যথার্থ আবেগে-আবেদনে প্রণস্পর্শী!অনন্য!
উত্তরমুছুনশুভেচ্ছা আর সবুজ-ভালোবাসা।
~
উত্তরমুছুনবাংলা ভাষায় বাঙলা ও বাঙালির অনলাইন সাহিত্য পত্রিকা অনুসর্গতে লেখা পাঠাতে পারেন আপনিও। আপনার অপ্রকাশিত সেরা লেখা (ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাসসহ অনন্য সাহিত্য নির্ভর লেখা) পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
– সম্পাদক, অনুসর্গ (https://anusargo.com)
ই-মেইল: anusargo@yahoo.com
সাথে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি ও ছবি সংযুক্ত করবেন।
বেশ ভালো লাগলো লেখা দুটি
উত্তরমুছুন