আলোর - উৎসব -২৩
পাপড়ি ভট্টাচার্য
১.
আলোর উৎসব
তোমাদের বারবার বলি আলোর উৎসব মানে-
জীবন পাতার একটি উজ্জ্বল আলোকিত অধ্যায়
আমার সারা শরীর অন্ধকারাচ্ছন্ন হলেও গর্ভে যে আছে সে এক টুকরো আলো।ওরে তোরা হাঁটিস অন্ধ হয়ে অন্ধকারের দিকে
ধীরে ধীরে তলিয়ে যাস মনের অজান্তেই
আমি অন্ধকারের দেবী,আলোর দিশারী-
তাই জগৎ জুড়ে চলে আলোর উৎসব।
২.
যাত্রাপথ
মাটির অন্ধকারে শিকড় চারিয়ে আমি আলোমুখী
বরাবর আমার যাত্রাপথ এবং দৃষ্টি সূর্যের দিকে।
রূপ রঙ রস এবং সংগৃহীত আলো ছড়িয়ে
আমি প্রস্ফুটিত হই প্রতি সকালে
শষ্যদানার মতো আমার বুক জুড়ে অন্ধকার
সে ভার সহ্য করি হাসিমুখে
এভাবেই অন্ধকারের চারপাশে হলুদ পাপড়ি বন্ধনে
আমি সূর্যমুখী হয়ে উঠি।
বরাবর আমার যাত্রাপথ এবং দৃষ্টি সূর্যের দিকে।
রূপ রঙ রস এবং সংগৃহীত আলো ছড়িয়ে
আমি প্রস্ফুটিত হই প্রতি সকালে
শষ্যদানার মতো আমার বুক জুড়ে অন্ধকার
সে ভার সহ্য করি হাসিমুখে
এভাবেই অন্ধকারের চারপাশে হলুদ পাপড়ি বন্ধনে
আমি সূর্যমুখী হয়ে উঠি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন