লেবেল

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়...আলোর - উৎসব -২৪।। ফটিক চৌধুরী।। Ankurisha ।। E.Magazine ।।Bengali poem in literature ।।

 



আলোর - উৎসব -২৪

ফটিক চৌধুরী




আলোর সনেট

এক.

তোমার চোখে মায়াবী বিভ্রম লুকিয়ে
তার খোঁজ নিতে গিয়ে দেখি, অন্ধকার
একটুকরো হাসি এনেছে আলোর বন্যা
সেই হাসির প্রতীক্ষায় তো বসে আছি।

হাসির ফসফরাস উন্মীলিত দন্ত
যা তোমার চিবুকে ছড়ায় মুক্তো-আভা
আলো ফেলে যায় আমার বিম্বিত মুখে
এভাবে পূর্ণ হবে বুঝি আলোয় ফেরা !

আসলে আলো উজ্জ্বল দিনের প্রতীক
আলো আসলে এক সোনালি ধানখেত
আলোই তো নিয়ে যায় সুখের বাগানে
আলোর বাগানে সুখ তো সুগন্ধি ফুল।

আলোই তো অসুখের পর স্বাদু পথ্য
আলো তো বিরহের পর মিলনে ফেরা।



দুই.

কিছু অপ্রাপ্তি তো থাকে যাপিত জীবনে
কিছু অমূল্য প্রাপ্তিও ঘটে পাশাপাশি
সব কিছু যদি রাখি গোপনে গোপনে
ফুটবে কি অস্ফুট কুসুম রাশি রাশি !

কিছু অন্ধকার তার পাশে জ্বলে আলো
আলোআঁধারি পাশাপাশি জীবন হাঁটে
হেমন্তের পক্ক শস্য পড়ে থাকে মাঠে
নবান্ন ঘ্রাণে কেউ কিছু সুখ মাখালো !

সূর্য অস্ত যায় দ্রুত, বিকেল নরম
হিমবাতাস যেন শীতের পূর্বাভাস
জীবনের প্রাপ্তি এসব, সবই পরম
বিষণ্ণ হেমন্ত ঘিরে এটুকু উদ্ভাস।

দীপাবলির প্রদীপখানি যদি জ্বালো
এসব প্রাপ্তিতেই তো থাকা যায় ভালো।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন