লেবেল

সোমবার, ১৫ জুলাই, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।।জুলাই সংখ্যা।। ।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১৪।। জীবনটা ঠিক নাগরদোলা — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুলাই সংখ্যা।। 

।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১৪।।




জীবনটা ঠিক নাগরদোলা

জয়শ্রী সরকার

বৃষ্টিভেজা ওই মেয়েটা দুলছিল তো নাগরদোলায়
মিষ্টি লাজুক হাসি হেসে মাতছিল সে দুঃখভোলায়। 

স্বপ্নে ভাসে প্রেমিক যুগল, বাঁধবে সুখের বাসা 
হাসবে ওরা প্রাণের সুখে কাটবে জীবন খাসা।

বুকের মাঝে উথাল পাথাল, আনন্দেতে মাতে 
কদমতলায় ঠিক যেন এক কৃষ্ণ বাঁশি হাতে।

বাঁশির সুরে হাসির ঝিলিক দুলছে নাগরদোলায়
মিষ্টি প্রেমের পাপড়ি শুধুই ব্যস্ত থাকে খোলায় !

ভিড় ক্রমশই বাড়তে থাকে রথের মেলা ঘিরে
আনন্দেতে টানছে সবাই রথের রশি ধীরে!

সব দোকানই উঠলো সেজে জমজমাটি মেলা
নাগরদোলায় প্রেমিক যুগল খেলছে প্রেমের খেলা!

ঝড় বাদল আর হড়কা বানে ছিঁড়লো নাগরদোলা
যুগলপ্রেমের এমন ছবি যায় কি বলো ভোলা!

জীবনটা ঠিক নাগরদোলা, ওঠানামার খেলা
শিকলটা তো ছিন্ন হলেই সাঙ্গ হবে মেলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন