লেবেল

রবিবার, ১৪ আগস্ট, ২০২২

স্বাধীনতার৭৫।। মুক্ত গদ্য -১৪।।৭৬ তম স্বাধীনতা দিবস — দুর্গাদাস মিদ্যা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






স্বাধীনতার৭৫

মুক্ত গদ্য -১৪



৭৬ তম স্বাধীনতা দিবস

   দুর্গাদাস মিদ্যা


রঙ্গলাল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান --'স্বাধীনতা হীনতায়  কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায়?' 

সত্যি তাই অন্ততপক্ষে সেই সময় দেশের মানুষ তাই ভাবতো। তখন বিদেশীদের শাসনাধীন। তাই স্বাধীনতার আকাঙ্খা তখন প্রবল ছিল। থাকা খুব স্বাভাবিক। একদিন অনেক প্রাণের বিনিময়ে  বিদেশী শাসন মুক্ত হল। কিন্তু বেশ কিছু ক্ষত তৈরি করে রেখে গেল  যার যন্ত্রণা আজও আমরা ভুগে চলেছি ফলে একটা পৌনঃপুনিক অসুবিধার ভার এই ভারতের মানুষকে বহন করে চলতে হচ্ছে যা না থাকলে হয়তো বা আরও বেশি এগিয়ে যেতে পারতাম। হ্যাঁ ভারত এগিয়েছে সময়ের ব্যবধানে যতটুকু এগোনো যায়। 

স্বাধীনতার সুফল সত্যিই কি জনগণ পায়নি? পেয়েছে এবং এই পাওয়ার ফলে চাহিদা ও বেড়ে চলেছে। এতবড় একটা দেশ প্রাক স্বাধীনতার সময় দেশের অবস্থা কি ছিল আমরা যারা সেই সময়ের লোক তা কিছু কিছু জানি। দেশে শুধু চাষ আবাদ ছাড়া কোনো কাজ ছিল না। সমস্ত চাষ ছিল বৃষ্টি নির্ভর। বৃষ্টি নেই চাষ নেই। 

ফলে মাঝে মাঝে দুর্ভিক্ষের  সম্মুখীন হওয়ার মতো অবস্থা হত যখন তখন। গ্রেটবেঙ্গল ফেমিনের কথা কি আমরা ভুলতে পারি? তাছাড়া পরিবহন ব্যবস্থা ছিল প্রাগৈতিহাসিক। রাস্তা ঘাট ছিল না। গোরুর গাড়ি ছিল  যান বাহন। কলেরা বসন্তে লাখ লাখ লোকের মৃত্যু ছিল 

ভবিতব্য। পরিস্রুত পানীয় জলের সামান্যতম ব্যবস্থা ছিল না। শিক্ষার সার্বজনিক কোনো সংস্থা ছিল না। এতগুলো না দিয়ে ভরা ছিল দৈনন্দিন জীবন। সেই ভয়াবহতা বেশ খানিকটা কাটিয়ে উঠেছে স্বাধীনতার পরে। তবে আরও অনেক কিছু করার অবকাশ ছিল 

সততার অভাবে সেই অবকাশ নষ্ট হতে চলেছে। এই অসততা শুধু নেতা নেতৃদের  আছে তাই নয় আমরা দেশবাসী যারা তারাও কম অসৎ নই। যার ফলে সৎ নেতৃত্বের অভাব দেখা দিচ্ছে যা সত্যিই দেশের পক্ষে খুব অমঙ্গলের। 

তবুও বলবো একশপঁয়ত্রিশ কোটি লোক খেয়ে পরে বেঁচে আছে এটাও কম বাহাদুরি নয়। হয়ত পুষ্টিকর খাদ্য সকলের কপালে জুটছে না সমানভাবে হয়তো বা সেটা কোন দেশের বা জাতির পক্ষে সম্ভব নয়। এতদসত্ত্বেও দেশ এখন বেশ আত্মনির্ভর। 

পঁচাত্তর বর্ষ পেরিয়ে ছিয়াত্তরের দোরগোড়ায় এসে বিপুল জনভার নিয়ে গুটি গুটি পায়ে দেশ এগিয়ে চলেছে। গতি আরও বাড়ানো যেত যদি রাজনৈতিক দলগুলো দলবাজি না করে দেশটাকে শাসন করতো মানুষের কথা ভেবে। 











1 টি মন্তব্য: