অণুগল্পের আড্ডা —৮
বেঙ্গলি মিডিয়াম স্কুল
অমিতাভ সরকার
বেনীমাধব ইনস্টিটিউশন এ বছর ছাত্রশূন্য। এমনিতেই বাংলা মাধ্যমে ছাত্র-ছাত্রীর সংখ্যা পড়তি, হেডস্যারকেও এজন্য উপরমহল থেকে কথা শুনতে হয় । ছেলেকে আইসিএসসি পরীক্ষায় বসিয়ে স্কুলে এসে ক্লান্ত হেডস্যার একাডেমিক মিটিংয়ে বিষয়টা বলতেই আরেকজন শিক্ষক বলে উঠলেন,
'আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন কেন?
আমরা বেঙ্গলি মিডিয়ামের টিচাররাই যদি নিজের ছেলেমেয়েদের বাংলা মিডিয়ামে না ভর্তি করি, তাহলে এটা মেনে নিতে অসুবিধা কোথায়!
কথটা সবারই বেশ গ্রহণযোগ্য মনে হল।
ভাববার সময় এসেছে। চেষ্টা করে দেখাই যাক না একবার! দরজা তো খোলাই আছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন