অণুগল্পের আড্ডা -৭
হায় স্বাধীনতা দীনেশ সরকার
স্বাধীনতা দিবস। ক্লাব প্রাঙ্গনে সদস্য-সদস্যা, পাড়ার ছেলেমেয়েরা ধোপদুরস্ত পোশাকে সমবেত হয়েছে। সভাপতির ভাষণের পর মাইকে ঘোষণা হ'লো, 'এবার পতাকা উত্তোলন।'
বেশ খানিকটা দূরে একটা বছর দশেকের ছেলে নোংরা-ছেঁড়া জামা পরে পাথর ভাঙছিলো। ছেলেটা ভাবলো, বার কয়েক 'বন্দেমাতরম আর জয় হিন্দ্' বললেই জিলিপি-সিঙ্গারা পাওয়া যাবে। বড্ড খিদে পেয়েছে । হাতুড়ি ফেলে ছেলেটা একছুটে সবার পিছনে এসে দাঁড়ালো। ধোপদুরস্ত ছেলেমেয়েরা বলে উঠলো, 'এই সরে যা, সরে যা। নোংরা জামা পরে এসেছিস কেন?'
ছেলেটা দূরে গিয়ে দাঁড়ালো। সবার সাথে সে-ও 'বন্দেমাতরম, জয় হিন্দ্' বললো। দুটো জিলিপি, একটা সিঙ্গারা পেল।
একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, 'আজ কি বল্ তো?'
'স্বাধীনতা দিবস।'
'স্বাধীনতা মানে জানিস্?'
ছেলেটা পেটে হাত দিয়ে বললো, 'পেটের খিদে। সকাল থেকে কিছু খাইনি। এই জিলিপি-সিঙ্গারাটা খেলে আরও কিছুটা পাথর ভাঙতে পারবো।'
হায় স্বাধীনতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন