অণুগল্পের আড্ডা -৩৬
অপয়া
অভিজিৎ মুখোপাধ্যায়
হানিমুন –
হরিদ্বারে।
- আগামীকাল
আমরা রাফটিং করবো কেমন?
- না বাবা!
জলকে আমি ভয় পাই।
- ভীতু কোথাকার!
- দেখ,
রাড়াবাড়ি করো না। শিকল ধরে থাকো। সবাই ধরে আছে।
- ওরা এদেশী।
তোমারই সহোদর। আমি বাঙালি। তেলে-জলে মানুষ। বাটা নগরের গঙ্গাঁয় ঝাপ দিয়ে এক
কালে হাওড়ায় যেতাম। ‘ও ভয়ে কম্পিত নয় মোর হৃদয়!
- লক্ষ্মীটি, আমার কথা শোন। ভীষণ স্রোত। গর্জন শুনতে পাচ্ছ?ছেলেটি সেদিন চোখের নিমেষ স্রোতের টানে কোথায় হারিয়ে গিয়েছিল কে জানে?মেয়েটি স্রোতস্বিনী পবিত্র গঙ্গাঁর জলে সিঁথি সীমন্তের সিঁদুর মুছে কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি এসে শুনতে পেয়েছিল -বাপের বাড়ি ফিরে যাও। এখানে ঠাঁই হবে না। তুমি অপয়া।
বাহ্!!!! চটজলদি গল্প
উত্তরমুছুন