বসন্ত এসে গেছে -৪
সমাজ বসু
১.
রং
কারো জীবনে কোন রঙ স্থায়ী নয়।
তবু এই একটা ঋতু বড় রাস্তায়--
অলিগলিতে...জামার কলারে, শাড়ির ভাঁজে
কিংবা উটের দিনযাপনে
যাবতীয় অনুভূতির রঙ, ছুঁয়ে থাকে---
প্রিয় নারী---
প্রিয় বন্ধু---
এভাবেই--
এই একটা ঋতু বিবর্ণ মানচিত্রে মানুষ খুঁজে নেয়
তার প্রিয় মানুষের ঠিকানা।
রঙ এসে লাগে, চোখে চিবুকে আর মনের গভীরে।
২.
সাবালিকা
যত দিন যায় সাবালিকা হয়ে ওঠে কৃষ্ণচূড়া--
টকটকে লাল ওড়না জড়িয়ে মুখ টিপে হাসে,
তার এই হাসির অর্থ বোঝে বসন্ত---
ঠায় দাঁড়িয়ে থাকে,
কৃষ্ণচূড়াকে দেখে যেন আস মেটে না—
কী এক উন্মাদনায় সে গান ধরে---
বহারোঁ ফুল বরসাও...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন