প্রথম নায়ক নেতাজি -১৫
মনোজ ভৌমিক
প্রত্যয়ী
প্রতি জানুয়ারিতে প্রশ্ন ওঠে
তেইশ তুমি কোথায়?
তোমার জন্য আমরা সবাই
রয়েছি বড় ব্যথায়।
দুর্বিষহ যন্ত্রণা সইছি
এ সাতাত্তরেও আজ!
শক হুন আর মোগল দেখি
ইংরেজ করে রাজ!!
ধর্মান্ধতা অলিতে গলিতে
সঙ্কীর্ণ মানসিকতা!
ধর্ষণ আর রাহাজানিতে
বিপন্ন এ মানবতা!!
অখন্ড নয় ভারতবর্ষ
টুকরো হয়েছে চার,
মসনদী লোভীরা সজাগ
ভাঙতে চায় আবার!
স্বাধীনতার পুর্বসূরিরা
স্বপ্ন দেখেছিল কত!
বীর নেতাজীর ভারতবর্ষ
বিভেদে হবে না হত।
বেঁচে আছে আজো দুর্বৃত্তরা
স্বাধীনতার নামে,
তুমিই শুধু হারিয়ে গেলে
আকাশের নীল খামে!
কন্ঠ তোমার রুদ্ধ করেছে
গুমনামী হলে তুমি,
স্বাধীনতার কী মূল্য দিল
তোমায় ভারতভূমি!
প্রত্যয়ী এই একশো পঁচিশে
তুমি আসবে হে বীর,
বজ্রদীপ্ত কন্ঠ শোনায়
ভারতবাসী অধীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন