লেবেল

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...জায়মান জীবন-৩৩।। ত্রিপর্ণা ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




জায়মান জীবন-৩৩

ত্রিপর্ণা ঘোষ




চলার পথে


পাহাড়ী নদী বরাবরই আকর্ষণ করেছে;

চঞ্চল কিন্তু বুকে তার এগিয়ে যাওয়ার দুঃসাহস।

নিজ ভঙ্গিতে বয়ে চলে সে।


বছরের পর বছর ধরে শ্যাওলা জমছে পাথরে।

স্মৃতিরা আচ্ছাদিত করেছে নিজেদের;

জলস্রোত আঘাত করেছে বরাবরই।

অথচ ফিরেও তাকাইনি নদী একটা দিনও।


নতুন বরফের স্তুপ জমে চলেছে পাহাড় চূড়ায়,

অদৃশ্যে দ্রবীভূত হচ্ছে নদীগর্ভে।

আর নদী,সে তার যুবতী রূপ নিয়ে বুক ফুলিয়ে এগিয়ে চলছে সামনে।


প্রেমে বেঁধেছে নদী পাহাড়কে কেবল রূপের মায়ায়, হয়েছে সর্বসুখের ভাগীদার;

নদিগর্ভের পাথরটা নিঃশব্দভাবে আজও ভালোবেসে চলেছে নদীকে।


পাহাড় নদীর গল্পটা এভাবেই চলছে যুগ যুগ ধরে।

পাথর তার সবটুকু ক্ষমতা দিয়ে লুকিয়ে রেখেছে অদৃশ্য যন্ত্রনা।

সুখ,দুঃখের হিসেবের সমতা রেখে চঞ্চল নদী ঠিক চলেছে নিজ পথে, নিজ ছন্দে।।








1 টি মন্তব্য:

  1. ~
    বাংলা ভাষায় বাঙলা ও বাঙালির অনলাইন সাহিত্য পত্রিকা অনুসর্গতে লেখা পাঠাতে পারেন আপনিও। আপনার অপ্রকাশিত সেরা লেখা (ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাসসহ অনন্য সাহিত্য নির্ভর লেখা) পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।

    – সম্পাদক, অনুসর্গ (https://anusargo.com)

    ই-মেইল: anusargo@yahoo.com
    সাথে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি ও ছবি সংযুক্ত করবেন।

    উত্তরমুছুন