জায়মান জীবন -২৫
তপনজ্যোতি মাজি
১.
আবর্তন
আগমন বিন্দুর পর শুরু প্রত্যাবর্তন পথ। জন্মের পর
পুনর্জন্ম। জাতক জীবন। জাতিস্মর।
তুমিও কি ভুলে যাওয়া পূর্বজন্মের প্রিয়নাম?
নির্জন পর্বত শীর্ষে জমে আছে শতাব্দী প্রাচীন বরফের
স্তর। মন কি স্তরীভূত পাললিক শিলা? স্মৃতিগুলি জমে
আছে ফসিলের মতো। স্তর স্তুর।
উন্মোচন প্রতিদিন। বিসর্জন। পুনরুন্মোচন
প্রণত , জায়মান জীবন।
২.
অবিনশ্বর
কে বলেছে নশ্বরতা সর্বজনীন?
তটভূমি চুম্বন করে ফিরে যায় ঢেউ,
ফিরে ফিরে আসে , যেন জায়মান প্রাণপ্রবাহে
জন্ম ও মৃত্যুর অনিঃশেষ ক্রীড়া।
আমাদের দেখা হয় বারবার।
হৃদয়উঠোনে প্রেম ও বিরহের সুর বজায়
তানসেন, বিটোফেন ও ওস্তাদ আমজাদ আলি খাঁ
সাহেবরা।
মৃত্যু নেই প্রেমের।
বিরতি নেই বিরহের।
জায়মান জীবনে দেখা অদেখার কবিতা লিখে
চলেছে স্বয়ং জীবন।
সুন্দর
উত্তরমুছুনখুব সুন্দর লাগলো
উত্তরমুছুন