লেবেল

রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায় শ্রদ্ধার্ঘ্য... প্রথম নায়ক নেতাজি ১০।। তপনজ্যোতি মাজি।। Ankurisha।। E. Magazine।। Bengali poem in literature।।

 



প্রথম নায়ক নেতাজি ১০

তপনজ্যোতি মাজি 




দাঁড়িয়ে আছো…


দাঁড়িয়ে আছো তুমি সকলের সম্মুখে,

অবিচল চিত্ত।

আমাদের নিঃস্ব হয়ে যাওয়া দেশপ্রেমে তুমিই একমাত্র

অনির্বান ব্যতিক্রম । 

আরও কয়েক শতাব্দী আমাদেরকে রাখো তর্কে ও বিভ্রমে,

আমরা তোমার নির্বোধ উত্তরাধিকার।


রুটির মতো ছিঁড়ে টুকরো টুকরো করে  খাচ্ছি একতা।

আমাদের দুরপনেও ক্ষমতার খিদে,

আমরা মানবধর্ম ভুলে ভন্ডধার্মিক,

প্রচারসর্বস্ব দেশপ্রেম দেখে বিস্মিত হই এমন নগ্ন দেশে

তোমার জন্ম কিভাবে সম্ভব হলো!


তোমার পদচিহ্ন কটকে , সমগ্র বাংলায় , দিল্লি , পাঞ্জাব ,

মনিপুর, ইমফল ও অখন্ড ভারতে।

তোমার সামরিক বুটে  জার্মানী, জাপান সহ

অন্তর্জাতিক নেতৃত্বদানের নির্ভয় আওয়াজ।

তুমি কেবল ইতিহাসের পাঠ্য হয়ে থেকে গেলে, 

আমরা তোমার অক্ষম উত্তরাধিকার।


ফিরে এসো , বললে মিথ্যে হবে প্রার্থনা।

আমাদের চৈতন্য হোক।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন