লেবেল

মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... হেমন্তের সকাল -২৮।। নিমাই জানা। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




হেমন্তের সকাল -২৮

নিমাই জানা




১.
হেমন্তকালের জন্য কিছু পাতাবাহার চাই



মৃত জ্যোৎস্নাটি আলোকবর্ষের বশিষ্ঠ গোত্রীয় দশমিক চিহ্নদের রাখতে গিয়ে খেয়ে ফেলেছেন আপেলের তৃতীয় সহোদরকে
তখন কুয়াশা কাল

মৃত জ্যোৎস্নার কাছে পরমাত্মার রাশিচক্র উপুড় করে ফিরে আসি এ্যালজোলামীয় মহাকাল পাঠ সেরে
ধূসর মরুর চরে এসে দাঁড়ায় নীলাভ স্বেদবিন্দুর তৃতীয় লিঙ্গ, অলৌকিক রাতের সুপুরুষেরা বেরিয়ে দাঁড়িয়ে থাকে অজস্র কঙ্কাল চিহ্ন মাথায় নিয়ে

পায়ের স্কেলিটনে এমন সংক্রমণ বৃত্তাকার হয়ে ঘুরে বেড়ায় যারা লম্বোদর হয়ে শুয়ে থাকে নৈঋতে মাথা রেখে
আমি তাদের নিশাচর বলি পোশাকের সুগন্ধ নিয়ে, আমার মৃত্যুকালীন সব সংক্রমণ প্রাপ্ত নারীরা জটাধারী ও সংহারকর্তার সাথে সংগ্রামে মেতেছেন ,আমি রাজকীয় যজ্ঞের পাশে বসে সিল্ক রঙের শাড়ির জোনাকিরা অযৌন চিহ্ন ভরে রাখে তালপাতা দিয়ে

আমি মহা ঋষির অভয়ারণ্যের হেমন্তের গোপন সাংখ্যমান আলগা করে চেয়ে দেখি পাথর আর আমার প্রিয় ছায়াকে অহেতুক আজীবন শাপগ্রস্ত ইন্দ্র ও ক্লোরামফেনিকল




২.
লাইসোজোম ও প্রিম্যাচিওর বর্ষা



ঈশ্বর সহস্র ঘাম বিন্দুর সাথে অজস্র যৌনগ্রন্থি দিয়েছেন এই বরফ মাখা শীতল দেহঘরের উপর ,

দুধেল ঘনফলের মতো লাল রঙের পোশাক নিয়ে অনেকেই পার্বত্য সহবাসের কথা নিয়ে দুমুঠো কামনা মেলে দেয় কার্তিকের প্রিম্যাচিওর বর্ষায়
হেমন্ত ফুল মাথায় না রেখে পদতলে রাখাই শ্রেয়
ঈশ্বরী কতবার হারিয়ে গেছেন কার্তিকের লাইসোজোমীয় নিশাচর আলপথে,

তারপর উলঙ্গ ময়ূরপঙ্খী অলৌকিক মাঠে বৃত্তচাপের অঙ্কন প্রণালী আঁকছেন পিথাগোরাস অসম্পূর্ণ যৌন সম্পন্ন নক্ষত্রেরা মৃতপ্রায় শাঁখের মতো বেজে যাচ্ছে হেমন্ত মাঠের নৈঋত কোণে

আমাদের গায়ে তখন ১০৫° গলিত জ্বরের ঘোর ছিল। 















1 টি মন্তব্য: